সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দামুড়হুদায় মেছো বিড়াল,বানর,  হুতুমপেচা জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ২১:১৩
দামুড়হুদায় মেছো বিড়াল,বানর,  হুতুমপেচা জব্দ
ছবি : যায়যায়দিন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পার্ক থেকে মেছো বিড়াল, বানর ও হুতুমপেচা পাখি উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৫ মে) দুপুর দিকে ঢাকা বণ বিভাগের বণ্য প্রাণী পরিদর্শক ও দামুড়হুদা বণ বিভাগের সহায়তায় উপজেলার ইব্রাহিমপুর মেহেরুননেছা পার্কে অভিযান চালিয়ে এসব খাঁচাবন্দি প্রাণি জব্দ করা হয়। উদ্ধার কৃত প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে বলে জানান উপজেলা বণকর্মকর্তা।

দামুড়হুদা উপজেলা বণ কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, উপজেলার মেহেরুন নেছা পার্কে একটি মেছো বিড়াল, তিন টি বানর, ও একেটি হুতুমপেচা পাখি দীর্ঘদিন ধরে পার্কে প্রদর্শনের জন্য খাঁচাবন্দি রয়েছে। তিনি উক্ত পার্কে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবিহিত করেন। আজ রোববার দুপুর সারে ১২টার দিকে ঢাকা বণ বিভাগের বণ্যপ্রণী পরিদর্শক অন্সিস মল্লিক, আব্দুল্লা আস সাদিক ও এনিমেল কিলার সঞ্জয় বন্ধন উপজেলা বণকর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কে সাথে নিয়ে মেহেরুন নেছা পার্কে অভিযান চালায়। এসময় সেখান থেকে খাঁচাবন্ধি অবস্থায় প্রাণীগুলো জব্দ করা হয়।

1

বণ্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লা আস সাদিক বলেন,বণ্যপ্রাণী আটক করা বা আটকিয়ে রাখা দন্ডনীয় অপরাধ। বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক এসব বণ্যপ্রণী আটক করে দামুড়হুদা উপজেলা বণবিভাগে আনা হয়েছে। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজই প্রণীগুলোকে উপযুক্ত পরিবেষে অবমুক্ত করা হবে। এ কাজে সহায়তা করেন, দামুড়হুদা বণবিভাগের পিএম,আহসান হাবিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে