ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ডুয়েটিয়ান ডটকম-এর উদ্যোগে নবগঠিত ডুয়েটিয়ান ডটকম স্কলারশিপের পক্ষ থেকে আড়াই লাখ টাকার একটি মেধা বৃত্তি প্রদান ঘোষণা, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ডুয়েটিয়ান ডটকম-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মদ মঈনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ডুয়েটিয়ান ডটকম বৃত্তি প্রকল্পের প্রারম্ভিক যাত্রায় আড়াই লাখ টাকার মেধা বৃত্তির ঘোষণা করেন এবং প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন। এ সময় ডুয়েটিয়ান ডটকম-এর এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এই স্কলারশিপ প্রকল্পটি একটি প্লাটিনাম, একটি ডায়মন্ড, তিনটি গোল্ড ও ছয়টি সিলভার মেডেল স্কলারশিপ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
এই স্কলারশিপ প্রকল্পে বিশেষ সহযোগিতা করেন ডুয়েট সিন্ডিকেট কমিটির সদস্য ও ডুয়েটিয়ান ডটকম-এর অ্যাডভাইজরি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ড. হোসাম ই হায়দার, ডুয়েটিয়ান ডটকম-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মদ মঈনুল ইসলাম, সেক্রেটারি প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আকিকুর রহমান, প্রকৌশলী মং চান, প্রকৌশলী বিকো রয়সহ আরও অনেকে।উপস্থিত ছিলেন ডুয়েটিয়ান ডটকম-এর কয়েকজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরও, যারা বৃত্তি কার্যক্রমের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।