চলতি মাসের ১৩ তারিখ না ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর। চিকিৎসাধীন থাকা এই গায়ক রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার শেষ ঠিকানা হয় মায়ের পাশে যশোর কারবালা কবরস্থান।
আকবর ছাড়া তার আদরের মেয়ে অথৈ পার করেছে ১৭ দিন। বাবার ছাড়া ভালো নেই সে। যা ফুটে উঠেছে তার এক ফেসবুকবার্তায়।
আকবরের ফেসবুক থেকে অথৈ লিখেছেন, ‘আব্বুগো তোমাকে আমি অনেক বেশি মিস করছি। খুব মনে পড়ছে তোমার কথা। তুমি সারাজীবন বলেছ এতিম বাচ্চাদের দেখলে তুমি কষ্ট পাও। আর এখন তুমি তোমার কলিজার টুকরাকেই এতিম করে চলে গেলে। কি করে থাকি বলতো তোমাকে ছাড়া?’
যাযাদি/ সোহেল