বর্তমানে ভারতের বেনারসে চলছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার শুটিং। এর মাধ্যমে প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ তারকা। ইতোমধ্যেই শুটিং সেটে ধারণকৃত বেশকিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে সোনালের। এই অভিনেতার সঙ্গে অভিনয়ে বেশ খুশি সোনাল। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, শাকিবের মতো বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি।
এদিকে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির বেশকিছু স্থিরচিত্র। যেখানে শাকিব খান ও সোনাল চৌহানকে দেখা যাচ্ছে একে অন্যের সঙ্গে রোমান্সে মেতেছেন তারা। ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরনে শাকিব খান আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নতুন এই জুটি। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, প্রায় তিন শতাধিক ক্রু নিয়ে প্রতিদিন শুট চলছে। চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে। আমাদের লক্ষ্য আসছে ভালোবাসা দিবসেই ছবিটি মুক্তি দেওয়ার। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। শাকিব-সোনাল ছাড়া এতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ।
যাযাদি/ এসএম