সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মডেলিংয়ে ফিরলেন ববি

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৬
আপডেট  : ২৮ নভেম্বর ২০২৩, ১২:৫২
মডেলিংয়ে ফিরলেন ববি

অভিনয়ের পাশাপাশি মাঝে-মধ্যে বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেও আলোচনায় আসেন চিত্রনায়িকা ও প্রযোজক ইয়ামিন হক ববি। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওভিসির মাধ্যমে অনেকদিন পর মডেলিংয়ে ফিরলেন এই লাস্যময়ী অভিনেত্রী। রোববার দিনভর রাজধানীর বিভিন্ন লোকেশনে এলিট করপোরেশনের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন তিনি। এমএ তৌফিকের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেন এইচএম পিয়াল। বিজ্ঞাপনচিত্র নিয়ে ববি বলেন, এর চিত্রনাট্যটা অনেক ভালো। আমার মনে ধরেছে।

আশা করি, দর্শকেরও মনে ধরবে। সাধারণত আমি ওভিসি খুব একটা করি না। আইডিয়া শোনার পর এটি বেশ স্পেশাল মনে হয়েছে, তাই রাজি হয়েছি।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ইয়ামিন হক ববি বর্তমানে চলচ্চিত্রে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে এখন তিনি বেছে বেছে ছবিতে কাজ করার পক্ষে। ববির কথায়, ‘কোনো একটি ছবিতে শুধু অভিনয় করলেই হলো না, আমি চাই, প্রতিটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে। হলিউড-বলিউডে এমনটিই হয়। অভিনেতা-অভিনেত্রীরা একটি গল্প শোনার পর চিত্রনাট্য, এমনকি সংলাপ তৈরির সময়ও জড়িত থাকেন। আমার হাতে এখন নতুন একটি পাণ্ডুলিপি আছে। এটি শেষ করেই দেশের বাইরে যাব। ফিরব আগামী ফেব্রুয়ারিতে।’

ববি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে এসেই যোগ দেবেন ‘ইনসান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে তার সঙ্গে কে অভিনয় করবেন, কে পরিচালক সেসব জানাবেন দেশে ফিরেই। এদিকে তার লেখা প্রথম গল্পে নির্মিত হবে ‘মাস্টারমাইন্ড’। সৈকত নাসিরের এই ছবির শুটিং করবেন মার্চের শেষের দিকে।

ববি বলেন, ‘দেশে ফেরার পর এই দুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকব। আগের মতো এখন বছরে ছয়-সাতটি সিনেমা করতে চাই না। যে দুই-তিনটি ছবি করব, সেগুলো যেন আমার ভক্তরা পছন্দ করেন, সেদিকেই নজর রাখব বেশি।’

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে