মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মমতাজের নতুন ভিডিও ভাইরাল...

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৫, ১১:০৭
মমতাজের নতুন ভিডিও ভাইরাল...
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তবে তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।

এনিয়ে কিছু মানুষ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন। তারা তাকে ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’, ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ ইত্যাদি আখ্যা দিয়েছেন এবং জানতে চাইছেন, বর্তমানে কোথায় আছেন মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী।

গতকাল সোমবার ১৭ মার্চ মমতাজের নিজ গ্রামের একাধিক লোকের সাথে যোগাযোগ করা হলে, তারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস পাওয়া যায়নি। কখনো শোনা যায় তিনি দেশে আছেন, আবার কখনো খবর আসে তিনি বিদেশে চলে গেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে