কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নির্মিত সিনেমাও অস্কারের শীর্ষ পুরস্কার জিততে পারে বলে নিয়ম করেছেন অ্যাকাডেমির আয়োজকরা।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজক সংস্থা ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এই নতুন নিয়ম জারি করেছে। সংস্থাটি বলেছে, এআই ও অন্যান্য ডিজিটাল টুলের ব্যবহার অস্কারের মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় সাহায্য বা ক্ষতি করবে না। অস্কার বিজয়ীদের বাছাইয়ের সময় মানুষের সম্পৃক্ততার বিষয়টিও বিবেচনা করবে তারা।
এছাড়া, এ ঘোষণায় আরও কিছু নিয়ম পরিবর্তন করেছে অ্যাকাডেমি- যার মধ্যে রয়েছে অ্যাকাডেমি সদস্যদের এখন থেকে প্রতিটি বিভাগে মনোনীত সব সিনেমা দেখতে হবে। যাতে চ‚ড়ান্ত রাউন্ডের ভোটে অংশ নিতে পারেন তারা। আর তাদের এই ভোটই বাছাই করবে অস্কার পুরস্কার বিজয়ীদের।
এ বছরের মার্চে অস্কার অনুষ্ঠানে ‘ব্রæটালিস্ট’ ছবিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। এরপরই সিনেমাতে এআই ব্যবহারের বিষয়টি আলোচিত হয়ে ওঠে। এ সিনেমাটিতে হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলার জন্য অভিনেতার উচ্চারণ উন্নত করতে জেনারেটিভ এআই ব্যবহৃত হয়েছে। এরপর গানের কণ্ঠ উন্নত করতে একই ধরনের ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করতে দেখা গিয়েছিল অস্কারজয়ী সংগীতশিল্পী এমিলিয়া পেরেজেকেও।
বিভিন্ন স্টুডিও মানুষের বদলে গবেষণা, চিকিৎসা ও স্ক্রিপ্ট লেখার মতো কাজের জন্য ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মতো নানা টুল ব্যবহার করে ব্যয় কমিয়ে আনতে ও সময় সাশ্রয় করতে চাইবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনাট্যকাররা।
যাযাদি/আর