সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাংনীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৪:১২
গাংনীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনীর যুগিন্দা থেকে জেম্স প্রকাশ মণ্ডল (৫৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।

জেম্স প্রকাশ মণ্ডল যুগিন্দা গ্রামের অমরেন্দ্র মণ্ডল ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা মাদক মামলাসহ হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ‘জেম্স প্রকাশ মণ্ডল একজন চিহ্নিত মাদক কারবারী। তার বাড়িতে গাঁজা আছে মর্মে সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে এক কেজি গাঁজা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং মামলা দেয়। জেম্স প্রকাশ মণ্ডলকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে