গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গøাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ন-আহŸায়ক সানিউল আলম নাবিল বলেন, ওনারা যে এদিকে আসবেন আমরা এবিষয়ে অবগত ছিলাম না। গাজীপুর তাঁর কোন পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপি’র গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কিনা? তা আমরা জানি না।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আশেপাশের এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে তাঁর গাড়ি হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হোন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙ্গে যায়। পরে তাঁর কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টায় ও রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন।