ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফেসবুকে বেশ সরব তিনি। নামাজ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।
প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।
প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।
বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জায়েদ খান।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।
মিশা সওদাগর লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’
স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ সহমত প্রকাশ করেছেন, আবার কেউ তাকে ভাসিয়েছেন প্রশংসায়।
অন্য একজন বললেন, ‘ফি আমানিল্লাহ। আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। এখন আর চাপ নিয়ে কাজ করা যাবে না বড় ভাই।’