বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
এবার ছোট পর্দায় আসছে ‘হ্যারি পটার’

৩০ হাজার শিশু অভিনেতা থেকে চান্স পেল ৩ নতুন মুখ

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৭:৩৭
৩০ হাজার শিশু অভিনেতা থেকে চান্স পেল ৩ নতুন মুখ
সংগৃহীত

বইয়ের পাতা থেকে বড় পর্দায় হ্যারি, রন এবং হারমায়োনির বন্ধুত্বের পাশাপাশি জাদুর দুনিয়া আট থেকে আশির সকলের মনে জায়গা করে নিয়েছে। ‘হ্যারি পটার’-এর সেই প্রিয় জগৎ আবার নতুন করে ফিরে আসছে শুনে সকলেই উত্তেজিত হয়ে পড়েছিলেন। টেলিভিশনের পর্দায় এ বার দেখা যাবে নতুন নতুন মুখ।

টিভি চ্যানেলের তরফে মঙ্গলবার ‘হ্যারি পটার’ সিরিজ়ের নতুন মুখ প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে, ৩০ হাজার জনের অডিশন নেওয়ার পর তিনটি মুখকে হ্যারি, রন এবং হারমায়োনি চরিত্রের জন্য বেছে নিয়েছেন নির্মাতারা।

নব্বইয়ের দশকের শেষের দিকে হ্যারি পটারের জগতের সঙ্গে পরিচয় করিয়েছিলেন জেকে রাউলিং। কম সময়ের মধ্যে বইগুলি এমন জনপ্রিয়তা পেয়েছিল যে, বড় পর্দায় আসার সুযোগ হাতছাড়া করেনি হ্যারি পটার।

হ্যারির চরিত্রে ড্যানিয়েল জ্যাকব র‌্যাডক্লিফ, হারমায়োনির চরিত্রে এমা ওয়াটসন এবং রনের চরিত্রে রুপার্ট গ্রিন্টকে দর্শক প্রাণ ভরে ভালবাসা দিয়েছিলেন। এখনও হ্যারি-রন-হারমায়োনির কথা মনে পড়লে এই তিন অভিনেতার মুখই ভেসে ওঠে। কিন্তু সময়ের দৌড়ে বয়সও এগিয়ে গিয়েছে তাঁদের। তাই এই তিন চরিত্রে যে আবার নতুন মুখ দেখা যাবে তা আগে থেকেই জানতেন সকলে।

মঙ্গলবার এইচবিও সংস্থার তরফে নতুন মুখগুলি প্রকাশ করা হলে সমাজমাধ্যমে মন্তব্যের ঝড় বয়ে যেতে শুরু করে। বাধ্য হয়ে সেই পোস্টের ‘মন্তব্যপাড়া’র দরজা বন্ধ করে দিতে হয় সংস্থাকে।

ছোট পর্দায় ‘হ্যারি পটার’ ধারাবাহিক রূপে সম্প্রচার হবে এবং তার জন্য নতুন মুখের সন্ধান করা হচ্ছে যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে— এক বছর আগে সেই ঘোষণা করা হয়েছিল।

‘কাস্টিং কল’ পেয়ে অডিশন দিতে হাজির হয়েছিলেন ৩০ হাজার জন। সকলের মধ্যে ভাগ্যের শিকে ছিঁড়েছে ডমিনিক ম্যাকলাফিংয়ের। এই সিরিজ়ে হ্যারির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে সে।

‘হ্যারি পটার’ প্রথম কাজ নয় ডমিনিকের। এর আগে ‘গ্রো’ নামের হলিউডের একটি ছবিতে অভিনয় করেছে সে। ‘গিফ্টেড’ নামে বিবিসির একটি সিরিজ়েও অভিনয় করতে দেখা গিয়েছে ডমিনিককে।

অভিনয়ে নতুন নয় অ্যারাবেলা স্টানটন। ‘হ্যারি পটার’ সিরিজ়ে হারমায়োনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

বড় পর্দায় অভিনয় না করলেও মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে অ্যারাবেলার। ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারে ‘মাটিল্ডা: দ্য মিউজ়িক্যাল’ নামের নাটকে মুখ্যচরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করেছে সে।

ডমিনিক এবং অ্যারাবেলা অভিনয়জগতের সঙ্গে আগে থেকে পরিচিত থাকলেও এই রোশনাইয়ের দুনিয়ায় প্রথম পা রাখল অ্যালাস্টেয়ার স্টাউট। এই সিরিজ়ে রনের চরিত্রে অভিনয় করবে সে।

সিরিজ়ে অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হলি অভিনেতা জন আর্থার লিথগোকে।

মিনার্ভা ম্যাকগনাগলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হলি অভিনেত্রী জ্যানেট ম্যাকটিয়ারকে।

‘হ্যারি পটার’ সিরিজ়ে সেভেরাস স্নেপের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা পাপা এসিডু।

বড় পর্দায় হ্যাগরিডের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছিলেন রবি কলট্রেন। তবে সিরিজ়ে সেই মুখও পরিবর্তন হয়েছে। হলি অভিনেতা নিক ফ্রস্টকে হ্যাগরিডের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

‘হ্যারি পটার’ সিরিজ়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলাবেন জেকে রাউলিং। ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে এই সিরিজ়টি মুক্তি পাওয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে