বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে শকুন উদ্ধার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৮
মাদারীপুরে শকুন উদ্ধার
মাদারীপুরে শকুন উদ্ধার

মাদারীপুর শহরের পুরানবাজার মাংস বাজার থেকে সোমবার বিকেলে একটি দেশী প্রজাতির শকুন আটক করে স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন এসে শকুনটিকে নিয়ে যায়। আগামীকাল খুলনার বন্য প্রাণী রেসকিউ কেন্দ্রে শকুনটিকে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পুরানবাজার মাংস বাজারে সোমবার বিকেলে একটি দেশী প্রজাতির শকুন উড়ে এসে পড়ে। স্থানীয় লোকজন শকুনটিকে ধরে মুরগির খাচায় আটকে রেখে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে শকুনটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

মাদারীপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার জানান, শহরের পুরানবাজার মাংস বাজার থেকে বিকেলে একটি দেশী প্রজাতির শকুন আটক করে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসি। শকুনটির বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ও খুলনা বন বিভাগ কে জানানো হয়েছে। শকুনটিকে স্থানান্তরের জন্য খুলনা থেকে একটি টিম মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আগামীকাল সকালে আমরা শকুনটিকে খুলনা বন বিভাগের লোকদের কাছে হস্তান্তর করবো।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে