সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চুয়েটে রিসার্চ ল্যাব উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক
  ১৩ মে ২০২৩, ০০:০০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগে 'অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্‌স রিসার্চ ল্যাবরেটরি (এসিএমআরএল)'-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম ৯ মে বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত এই ল্যাবের উদ্বোধন করেন।

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস-এর গবেষণা অনুদান চুক্তির আওতায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মো. আশরাফ আলী। এছাড়া গবেষক হিসেবে আরও কাজ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ডক্টর নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ডক্টর মো. মুক্তার হোসেন।

এছাড়া এই গবেষণা প্রকল্পের সঙ্গে চুয়েট এবং দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতার গবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজন এমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্রছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে