রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সিকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ১২ আগস্ট ২০২৩, ০০:০০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'কনটেম্পোরারি ট্রেন্ডস ইন ফরেস্ট্রি রিসার্স' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড কনজারভেশনের ডিন অধ্যাপক ডক্টর সিন থমাস অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ৭ আগস্ট এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন কানাডার বরেণ্য এই শিক্ষাবিদ ও গবেষক। সেমিনারটি সঞ্চালনা করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আবদুল মালেক এবং স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আবদুল মুকিত। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আসাদ-উদ-দৌলা, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, কৃষি অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বহিরাঙ্গনের পরিচালক ডক্টর তিলক চন্দ্র নাথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে