রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঘুম

সোহানুজ্জামান মেহরান
  ১১ জুন ২০২৩, ০০:০০

ঘুম কেন মা এত্তো পাজি?

পড়তে গেলেই আসে,

যখন ঘুমের চেষ্টা করি

তখন দূরে হাসে।

ঘুম করেছে আধামরা

ঘুমের জন্য হয় না পড়া

খাচ্ছি বেতের বাড়ি,

ঘুমরা আমার শত্রম্ন ভীষণ

ঘুমের সঙ্গে আড়ি।

বলবে মাগো ঘুম পাজিরা

দিনে কোথায় থাকে?

বই-খাতা হাতে নিলেই

ঘুমরা কেন ডাকে?

ঘুমের সঙ্গে চাই না সখা

মা, ঘুমেদের দাও না বকা

দাও না একটু ঝাড়ি,

ঘুম চলে যাক দূরের দেশে

ঘুমের সঙ্গে আড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে