সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তবেই ধরা উঠবে হেসে

আবদুল লতিফ
  ২৩ জুলাই ২০২৩, ০০:০০

এই যে দেখি সারাটাদিন সূর্য বিলায় আলো

দূর করে দেয় কালো।

রাত নিশীথে চন্দ্র হাসে স্নিগ্ধ আলোয় ভাসে

কে না ভালোবাসে!

মৌ মৌ মৌ গন্ধ বিলায় পুষ্প রাশি রাশি

মন ভরে দেয় মধুর সুরে শুকনো বাঁশের বাঁশি।

চন্দ্র, সূর্য, বাঁশের বাঁশি, পুষ্প সুবাস ভরা

স্বার্থবিনা সবাই যেমন সাজায় বসুন্ধরা।

তেমনি করে আমরা যদি

অর্থ দিয়ে স্বার্থ দিয়ে

সেবা দিয়ে যত্ন দিয়ে

সব ভেদাভেদ ভুলে গিয়ে

যখন তখন ছুটে গিয়ে

সবাই সবার পাশে এসে

দাঁড়াই শুধু ভালোবেসে

তবেই ধরা উঠবে হেসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে