শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমার বাংলাদেশ

ম.আ.হ মাসুম
  ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

আমার দেশ তোমার দেশ

সোনার বাংলাদেশ,

ঋতু ভেদে নানা রুপে

রুপের নেইকো শেষ।

পাখি ডাকে কিচিরমিচির

মন মাতানো গান,

বিলে ঝিলে নানা ছবি

ভরে ওঠে প্রাণ।

শাপলা ফুটে দিঘির জলে

ফসল ভরা মাঠ,

সবুজ শ্যামল বাংলা আমার

যেন রুপের হাট।

এঁকেবেঁকে নানা নদী

জুড়ে সারা দেশ,

সবচেয়ে প্রিয় আমার কাছে

আমার বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে