সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হিমেল হাওয়া

নূর মোহাম্মদ দীন
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হিমেল হাওয়ায় শীত কুয়াশা শীতল পরশ আঁকে,

বরফ ভেজা পাতা ফুলে বসন্তকে ডাকে।

পাখপাখালি প্রাণি মানব হিমেল হাওয়ার টানে,

জুবুথুবু শীত আবেশে উষ্ণ খোঁজে প্রাণে।

উত্তরের ঐ হিমেল হাওয়া বহে ঝিরিঝিরি,

শীতের ছোঁয়ায় সবুজ আঁকে মাঠে বা বনগিরি।

হিমেল হাওয়ায় হাড় কাঁপিয়ে হিমবুড়িটা আসে,

সবুজ কুঁঁড়ি জেগে ওঠে পত্রঝরা গাছে।

ধীরে ধীরে হিমবুড়িটা বিদায় ভেলায় চড়ে,

শীত পাখিরাও যায় গো ফিরে আপন দেশের ঘরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে