সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নিমন্ত্রণের ফাগুন

এম এ জিন্নাহ
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফাগুন ছায়ায় রঙিন দুপুর

নামল ঝাঁকে ঝাঁকে;

রঙ আভাসে বন-বাতাসে

ফুল ফুটে ঐ বাঁকে।

ফুলের গন্ধে ঘুম আসে না

সারা রাত্রি জুড়ে;

উদাস মনে উদাস বেলায়

সারসরা সব উড়ে।

চাঁদের রেণু ঝলক ছড়ায়

কলকলিয়ে হাসে;

ফাগুন আলোর মুগ্ধ সুবাস

ছন্দ সুরে ভাসে।

আকাশ কোলে উড়ল চিঠি

নিমন্ত্রণের জন্যে;

রঙিন করা ফাগুন এলো

সাজে পরিপূর্ণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে