শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

খুব চেনা এক নদী

তূয়া নূর
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
খুব চেনা এক নদী

কোথা থেকে আসে নদী কীসের টানে ছোটে,

একই নদী দেখে দেখে মন ভরে না মোটে।

ছলাৎ ছলাৎ নদীর বুকে উথাল-পাতাল খেলা,

যাচ্ছে ভেসে আকাশ দিয়ে হাজার মেঘের ভেলা।

যেতে যেতে কতো কথা চেনা নদীর বাঁকে,

এই নদীটা বুকের ভেতর ছবি হয়ে থাকে।

ছলকে ওঠে নদীর পানি আছড়ে পড়ে তীরে,

যেতে যেতে মুগ্ধ নদী তাকায় যেন ফিরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে