রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শীতের পিঠা

এবি ছিদ্দিক
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

গরুর দুধে খেজুর গুড়

মিশেল করেন মায়

শীতের সন্ধ্যায় গরম চিতৈ

ডুবিয়ে রাখেন তায়।

শীত সকালে মিষ্টি রোদে

দুধে চিতৈ খাই।

হাঁড়ি খানিক পিঠা নিয়ে

বোনের বাড়ি যাই।

ফেরার পথে বোনে পাঠায়

তেলের পিঠার হাঁড়ি।

ফেলু মামা পিঠা খেতে

আসেন বোনের বাড়ি।

শীতের দিনে গৈ গেরামে

পিঠার চালাচালি।

পিঠা নিয়ে ঘরে ঘরে

চলে লাফালাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে