শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেই হারাবার ভয়

নূর আলম গন্ধী
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

যুদ্ধ জয়ের পণ ছিল

গর্জে ওঠার ক্ষণ ছিল

একাত্তরের রণে

অশ্রম্ন ধরে বীর বাঙালি

সাহস নিয়ে মনে।

বাধা নিষেধ ভেঙে দিয়ে

স্বাধীন স্বদেশ গড়তে গিয়ে

লরে অবিরাম

জীবন দিলেন লাখো শহিদ

রাখে বাংলার নাম।

লাল সবুজের নিশানে তাই

আজও তাঁদের পাই খুঁজে পাই

নেই হারাবার ভয়

স্বাধীনতা আনল তাঁরা

আনল যুদ্ধে জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে