শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শূন্যতা লিখে যায়

ফারজানা ইয়াসমিন
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

মরীচিকার মতো এ জীবনে

সুখ খুঁজে পাবো বলে হেঁটে গেছি,

অগণিত গলিপথ মহাকালের

অচেনা হয়েছে আপন ভুবন আমার।

মরুভূমির মতো শুকিয়ে গেছে

সবুজ যৌবনা জীবন নিমেষেই,

পূর্ণ হয়েছে বলে আস্থা রেখেও

ভুল পথে হেঁটে গেছি বহুবার।

আলো নয় আলেয়া স্বপ্নগুলো

মিথ্যে আশ্বাস দিয়ে গেছে,

ছুঁতে গেলেই ফড়িং হয়ে উড়ে গেছে

বুকের ভিতরের রক্ত কুঁকড়ে গেছে।

দীর্ঘশ্বাস বিদু্যতের মতো ঝলকে ওঠে

বজ্রপাতের শব্দ হৃৎপিন্ডটা ঝলসে যায়,

দিন হিসাব কষে কষে জীবনের পাতা জুড়ে

শুধুই অপ্রাপ্তি আর শূন্যতা লিখে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে