সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার আয়োজনে দোয়া মাহফিল

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলের স্মরণসভা

মো. জায়েজুল ইসলাম
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মন্ডল (বামে)

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার উপদেষ্টা ভাষাসৈনিক মরহুম আলহাজ ইউনুস আলী মন্ডলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গত বুধবার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য মো. মোকলেছুর রহমান সরকার, ফারুক হোসেন ফকির, প্রাণতোষ চন্দ্র দে, মো. রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, মেজবাহ উদ্দিন, সবুজ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলামের তত্ত্বাবধানে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওলানা আছাদুল হক।

গত রোববার দিবাগত রাত উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। সোমবার ঈদগাহ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৪নং জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডলের পিতা। তার মৃতু্যতে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়োব আলী, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন গভীর শোক প্রকাশ করেছেন। উলেস্নখ্য, ২০১৫ সালের একুশে ফেব্রম্নয়ারি উপলক্ষে উপজেলার আরবান চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত একুশে বইমেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইউনুছ আলী মন্ডলসহ ৬ জন গুণী ও সম্মানিত ব্যক্তিকে সম্মননা দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দীন, অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, যায়যায়দিনের জেলা প্রতিনিধি চন্দন চক্রবর্তীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে