সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় শীতার্তদের পাশে ফ্রেন্ডস ফোরাম

মো. জায়েজুল ইসলাম
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলায় শীত বস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার (বাঁ থেকে ৫ম)

'বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই সেস্নাগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গরিব, অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার স্টেশন রোড এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, আজকের আরবান-এর সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি চিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. নূরুজ্জামান, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেস ক্লাবের সহসভাপতি নূর আহাম্মদ খান, মেসার্স আব্দুল মালেক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুল মোমেন জুয়েল উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার আহ্বায়ক জাকির আহমদ খান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আক্তার খানম, স্বাস্থ্য সহকারী মোসলেমা চৌধুরী, বিশকাকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীস আরা খানম, ফ্রেন্ডস ফোরামের সদস্য সুহদা মেহজাবিন, এ. আই খান আমিন, মো. আলমগীর হোসেন, মো. আজিম উদ্দিন, কবিয়াল হাসেন আলী, অহনা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন- সমাজের গরিব, অসহায়, দরিদ্র মানুষের সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসতে হবে। ফ্রেন্ডস ফোরামের এ উদ্যোগে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম উপকারভোগীদের উদ্দেশে বলেন, 'আমাদের সাধ্য সীমিত হলেও ক্ষুদ্র উপহার নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আশা করি এর মাধ্যমে অন্যান্য ছোট ছোট সংগঠনগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত হবে।' তিনি এ কার্যক্রম বাস্তবায়ন করতে যারা সহযোগিতা করে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম, পূর্বধলা, নেত্রকোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে