সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া বিজ্ঞান মেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা

মো. শরিফুল আলম
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পুরস্কার প্রাপ্ত ফ্রেন্ডস ফোরাম পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ শাখার বন্ধুরা

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' প্রতিপাদ্যে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা-২০২৪ এর অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ উপজেলা ও জেলা পর্যায়ে পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া শাখার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য লাভ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য অতিথিরা ফোরামের বন্ধুদের উপস্থাপিত প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের সফলতায় বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন তাদের অভিনন্দন জানিয়ে বলেন, 'বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই তোমাদের যোগ্য, দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ সাফল্য অপরিসীম ভূমিকা পালন করবে।' ফোরামের সদস্য সিনিয়র শিক্ষক মো. গোলাম মাহবুব হোসেন ও ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে বন্ধুদের সাফল্যের জন্য অধ্যক্ষ তাদেরকেও অভিনন্দন জানান। দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে আয়োজিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা, বিজ্ঞানবিষয়ক কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, শীতকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জুনিয়র ও সিনিয়র গ্রম্নপে বিজয়ী পুরস্কারপ্রাপ্ত বন্ধুরা হলেন- সিপাত অর্ণব, জেবুন নাহার জেবা, জেরিন সাইমন তুলতুল, সোলায়মান মাহমুদ, আফরিন আরভি প্রার্থনা, আব্দুলস্নাহ আল আফিফ, আব্দুলস্নাহ মোহাম্মদ জুবায়ের, আলামিন, সাদিয়া আফরিন, সাদিয়া তাবাসসুম অর্থী, জান্নাতুল ফেরদৌস, মো. লিমন আহাম্মেদ ও শাহেদ আল মামুন।

যুগ্ম সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম, পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে