সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা

বসন্ত বরণ ও পিঠা উৎসব

মো. আলমগীর হোসেন
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পিঠা উৎসবে পূর্বধলার বন্ধুরা একই ফ্রেমে

নেত্রকোনার পূর্বধলায় ফাগুনের প্রথম দিন বুধবার উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের বর্ণিল আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পিঠা উৎসবে হরেক রকম পিঠার স্টল বসে। এতে যায়যায়দিনের পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নানারকম বাহারি পিঠার একটি স্টল বসানো হয়। স্টলে প্রায় ১০ রকমের পিঠার পশরা সাজিয়ে প্রদর্শনী ও বিক্রি করা হয়।

ফাগুনের প্রথম দিন ও ভ্যালেন্টাইন ডে একই দিনে হওয়া বসন্ত বরণ উৎসবটি ছিল একটু অন্যরকম। আয়োজনকে ঘিরে ছোট বড় সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। বাহারি সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানের আগত দর্শনার্থী ও আয়োজকদের পিঠার স্টল থেকে পিঠা ক্রয় করে পিঠা খেয়েছেন। একে অপরের সাথে ছবি তুলেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত ছোট বড় সবাইকে পিঠা দিয়ে আপ্যায়ন করেন। ফ্রেন্ডস ফোরামের পিঠার স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রেন্ডস ফোরামের সম্মানিত উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন নাজনীন আখতার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি চিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. নূরুজ্জামান, ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম, সদস্য মো. আলমগীর হোসেন, মো. আজিম উদ্দিন, রিমা আক্তার প্রমুখ। পিঠা তৈরির সার্বিক দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী ও ফোরামের সদস্য মুছলিমা চৌধুরী মাজু ও সদস্য সহকারী শিক্ষক নাজনীন আক্তার খানম। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন উপজেলার স্থানীয় সঙ্গীত শিল্পীরা।

সদস্য,

ফ্রেন্ডস ফোরাম, পূর্বধলা, নেত্রকোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে