সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

নারায়ণগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মো. শাহাদাত হোসেন
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পূর্বে বন্ধুদের ফটোসেশন

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফ্রেন্ডস ফোরাম নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে ২১শে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নারায়ণগঞ্জের বন্ধুরা ফ্রেন্ডস ফোরামের ব্যানার নিয়ে শোভাযাত্রা এবং শহীদ মিনারের পাদদেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক রনজিত মন্ডল, আহ্বায়ক বাপ্পি সাহা, যুগ্ম আহ্বায়ক মানিক চক্রবর্তী, সালমা ডলি, ফেরদৌস উম্মে সালমা বীথি, গিয়াসউদ্দিন খন্দকার, সদস্য সচিব মাসুদ রানা লাল, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, আবুল কালাম আজাদ, আগমগীর দেওয়ান, সদস্য রুবেল আহাম্মেদ, নিরব রায়হান, অপু ভূঁইয়া, রিয়া খান, পারভিন আক্তার, লিজা আক্তার, মরিয়ম কবিতা, মৌসুমী হাসান মৌ, এম আর সেলিম, জুয়েল রানা, রাশেদুল ইসলাম সুমন, খাদিজা আক্তার ভাবনা, নাজমুল হোসাইন খান, সুমন সরকার, মতিউর রহমান, স্বর্ণল, মো. কাউসার আহমেদ, মিজানুর রহমান, জুয়েল সরকার, মো. ফেরদৌস রহমান ফিরোজ, রিয়াজ উদ্দিন কবির, মো. ইউনুস, মো. সজল, মো, হাসিবুল হক প্রমুখ।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম নারায়ণগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে