রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

একুশের কবিতা পাঠের আসর

মো. শরিফুল আলম
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
কবিতা পাঠ শেষে ফটোসেশনে পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

একুশে ফেব্রম্নয়ারি ১৯৫২ সাল বাঙালি জাতীয় জীবনে স্বাধিকার রক্ষার প্রথম সোপান। এদিনটিতে রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তার বুলেটে জীবন দিয়ে বাংলা ভাষা রক্ষা করেছেন। তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা মায়ের ভাষায় কথা বলছি। পাকিস্তানি বাহিনী প্রথম আঘাত করেছিল আমাদের মাতৃভাষার ওপর। তাই এ দিনটির কথা আমরা গর্বভরে স্মরণ করছি। আর এজন্যই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া শাখার বন্ধুরা বিদ্যাপীঠের নয়নাভিরাম সবুজ আঙিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'একুশের কবিতা পাঠের আসর' এর আয়োজন করে। রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রম্নয়ারিতে জীবনদানকারী মহান শহীদদের স্মরণে বাংলা সাহিত্য অঙ্গনের বরেণ্য কবিদের রচিত কবিতা পাঠ করে শোনান ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। ফোরামের সহসভাপতি অধ্যাপক আব্বাস আলি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রভাষক সম্রাট কে জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক ফজলুল ওয়াহিদ লিংকন। কবিতা পাঠের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রভাষক জান্নাতী রুবাইয়াত ও সিনিয়র শিক্ষক খান মো. ইব্রাহিম।

অনুষ্ঠানে অতুল প্রসাদ সেনের বাংলা ভাষা, রামনিধি গুপ্তের নানান দেশের নানান ভাষা, কবি কায়কোবাদের বঙ্গভূমি ও বঙ্গভাষা, আবুজাফর ওবায়দুলস্নাহর মাগো ওরা বলে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি, আল মাহমুদের একুশের কবিতা, সৈয়দ শামসুল হকের একুশের কবিতা, মহাদেব সাহার একুশের কবিতা, হুমায়ুন আজাদের বাঙলা ভাষা, আলাউদ্দীন আল আজাদের স্মৃতিস্তম্ভ, মাহবুবল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ভবানীপ্রসাদ মজুমদারের একুশে ফেব্রম্নয়ারি, নির্মলেন্দু গুণের একুশের আলপনা- এ কবিতাগুলো আবৃত্তি করে শোনানো হয়। কবিতা পাঠে অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক মো. শরিফুল আলম, সাদিয়া আফরিন, ওয়ারিশা, আফিক, সুবর্ণা, সায়ন্তনী, মিথিলা, জাহিন, রাফিয়া, আলভী, সাজিদ, সামিয়া, ছারা, মাহি, নূরাণী, অর্পণা, সিনথিয়া, আসফিয়া, মুস্তাফিজুর, তুলতুল, শুভ্রা, সুমাইয়া, তামিম প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম, পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে