শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তৃষ্ণার্ত মানুষের পাশে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলম

বিশেষ প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৩:১৭
ছবি-যায়যায়দিন

অনুসন্ধানি বিশ্লেষকদের দেয় তথ্যমতে বিগত ৭৬ বছরেও বর্তমান তাপমাত্রা কোথাও লক্ষ করা যায়নি। প্রচন্ড তাপদাহে অতিষ্ট ও তৃষ্ণার্তদের কষ্ট লাগবে এবার পথে নামলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

তিনি তার নিজস্ব উৎস থেকে মিনারেল বোতলের পানি দিয়ে বরফ, চিনি, লেবু, অরেঞ্জসহ বিবিধ আইটেম যুক্ত করে মিনারেল পানির বোতলে বোতলজাত করে তৈরী শরবত ও মিনারেল বোতলের পানি নিজস্ব শিতাতপ ভ্যানগাড়ী করে ৫০ জন কর্মীর সহায়তায় চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছে শরবত ও সুপেয় পানি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২৭ এপ্রিল ২০২৪ খ্রি: শনিবার বেলা ১১ ঘটিকায় নগরীর অলংকার চত্বরে এবং বিকেল ৩টায় দেওয়ানহাট চত্ত্বরে উপস্থিত হয়ে পথচারী, রিকসা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ীর চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সরবতের বোতল ও সুপেয় পানি তুলে দিয়ে মানব সেবার এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, পরিবেশ বিপর্যয় এর কারণে বাংলাদেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল শরবত দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি।

আল্লাহর সৃষ্টি সকল প্রাণী তীব্র এ গরমে অতিষ্ট। এধরনের সেবাকে আমি মানবিক সেবা বলেই মনে করি। বিত্তবান ও চিত্তবান মানুষগুলো এ গরমে তৃষ্ণার্তদের পাশে দাড়ঁলে মানুষ আরো উপকৃত হবে। ১ম দিনের এ কর্মসূচীতে বিভিন্ন মোড়ে মোড়ে ১০ হাজার শরবতের বোতল এবং ১০ হাজার মিনারেল ওয়াটার বিতরণ করা হয়। মোস্তফা হাকিম গ্রুপের এবং ওয়েলফেয়ার ও ট্রাস্টের পরিচালকবৃন্দের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম ও আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলীসহ স্থায়নীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে