শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৩:১৯
ফটিকছড়িতে বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সমিতির হাট ইউপির উত্তর নিশ্চিন্তপুর গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বাল্যবিবাহের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন। এ সময় আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হয়ে বাল্য বিবাহ দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়- পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তের অপরাধ উদঘাটিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদকালে তার অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ের যাবতীয় কার্যক্রম করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

এ ব্যাপারে এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে