মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প ঙ্‌ ক্তি মা লা

এতো সহজে ভোলা যায় না

জহিরুল হক বিদু্যৎ
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
এতো সহজে ভোলা যায় না

এতো সহজেই কী ভুলে থাকা যায়?

মৌন রাতের অবগুণ্ঠন সরিয়ে

যে চোখের পাতায় নেমে এলো কবিতা

জলের গানে স্নিগ্ধ প্রভাত হলো লীন

চায়ের কাপে মায়া ছড়ালো যে ওষ্ঠের চুম্বন

ঠুনকো অভিমানে কী ভুলে থাকা যায়?

হয়তো আবেগের ছলে বেহিসাবি ভুলে

মন খারাপ নিয়ে শুধুই ভুল পথে ছুটে চলা...

মায়ার শেকড় ছড়িয়ে আছে গভীরে,

বিস্তৃত প্রান্তর, রয়ে যায় জন্মজন্মান্তর

যেখানে মায়া নেই

সেখানে ভালোবাসাহীন ধু ধু মরুভূমি।

মায়ার কাটা বিঁধেছে যে বুকে

সে বুক তুমিহীনা মরে ধুঁকে ধুঁকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে