শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ জুন থেকে বার কাউন্সিলের অফিস কার্যক্রম চলবে স্থায়ী ঠিকানায়

আইন ও বিচার ডেস্ক
  ১৫ জুন ২০২১, ০০:০০

বাংলাদেশ বার কাউন্সিলের অফিস কার্যক্রম ফিরছে পুরনো স্থায়ী ঠিকানায়। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আগামী ২০ জুন থেকে বার কাউন্সিলের বর্তমান ভবনের স্থানে সরকারি অর্থায়নে নতুন ১৫ (পনের) তলা ভবনের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। গত ২৩ মে অনুষ্ঠিত বার কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী বার কাউন্সিল অফিস স্থায়ী ঠিকানা বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিল ভবন, ০৩ শহীদ মনসুর আলী স্মরণী, শাহবাগ, ঢাকা-১০০০ স্থানান্তর করিবার জন্য ৮ জুন হইতে ১০ জুন পর্যন্ত বার কাউন্সিল অফিসে সকল অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকিবে। উক্ত তারিখের পর থেকে স্থায়ী অফিসে অফিসিয়াল কার্যক্রম আংশিকভাবে চলিবে এবং আগামী ২০ জুন থেকে স্থানান্তরিত স্থায়ী ঠিকানায় অফিস কার্যক্রম যথারীতি চলিবে।'

জরাজীর্ণ পুরনো ভবন ভেঙে মাটির নিচে দুটি বেজমেন্টসহ ১৫তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণকাজ দ্রম্নতগতিতে এগিয়ে চলছে। ভবনের মোট আয়তন ১৩ হাজার ৬৪৪ দশমিক ৩৭ বর্গমিটার। এর মধ্যে ৮৩৬ দশমিক ১২ বর্গমিটার আয়তনের দুটি বেইজমেন্ট থাকবে। সীমানা প্রাচীর ১৯৩ দশমিক ৬০ বর্গমিটার। ১০০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদু্যতের সাব-স্টেশন নির্মাণ হবে একটি। পুরো ভবনজুড়ে থাকবে তিনটি আধুনিক লিফট।

জানা গেছে, ভবনে বার কাউন্সিলের জন্য নিজস্ব পরীক্ষার হল, ট্রেনিং রুম, প্রযুক্তিনির্ভর লাইব্রেরি, বড় পরিসরে খাবার ক্যান্টিন, আধুনিক সেমিনার কক্ষ, ব্যায়ামাগার (জিমনেশিয়াম), কাউন্সিলের নির্বাচিত সদস্যদের জন্য পৃথক দপ্তর, আধুনিক ক্লাব ও অত্যাধুনিক রেস্ট হাউসসহ সর্বাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। থাকবে বার কাউন্সিলের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর জন্যও আলাদা কক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে