শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যে কারণে বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা চাকরি ছাড়লেন

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪২
-ফাইল ছবি

একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। তারা সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের কয়েকজনের আগেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাকীদের করা হবে। একসঙ্গে এত কর্তকর্তার চাকরি ছাড়ার বিষয়ে অনেকের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ৫৭ জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেয়ার জন্য এই কর্মকর্তারা চাকরি ছেড়েছেন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

জানা যায়, পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি ৫৫ জন সহকারী পরিচালক। তাদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হবে আজ বৃহস্পতিবার। এ ছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল দু’জন এবং ২১ এপ্রিল চারজনের পদত্যাগ কার্যকর হয়েছে।

সুত্র জানায়, চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া খুলনা ও বরিশাল অফিসে তিনজন করে, সিলেট অফিসে দু’জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে