রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আলো ও অন্ধকার

শিউল মনজুর
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
আলো ও অন্ধকার

আলো ও অন্ধকার দুটোই মানুষের প্রয়োজন। আলো যেমন মানুষকে পথ দেখায় তেমনি অন্ধকারও মানুষকে শান্তির তন্দ্রাচ্ছন্ন গভীরতা উপহার দিয়ে যায়। বলা যেতে পারে, দিনের আলো অনুসন্ধানের, রাতের অন্ধকার বিশ্রামের। আবার আলোর মধ্য থেকেও কেউ অন্ধকারের গল্প তৈরি করে আবার অন্ধকারের মধ্য থেকেও কেউ আলোর দু্যতি ছড়াতে পারে। তবে আলো ও অন্ধকারের পার্থক্যটা ব্যক্তির নিজস্ব ভাবনা ও কর্মের ওপরই নির্ভর করে...

কেউ যদি আলোকে পেছনে ফেলে অন্ধকারকেই ভালোবেসে ফেলে তাহলে অন্ধকারই তার নিকট আলো এবং দিনের ঝলমল সূর্যালোকে তাকে আর ফেরানো যায় না...

অন্ধকারের কৃতকর্মে সে ভেসে যায়...

চারপাশকেও ভাসিয়ে নিয়ে যায়...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে