সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অপ্রাপ্ত বয়স্কদের একত্রবাস অনৈতিক এবং বেআইনি, পর্যবেক্ষণে জানালেন এলাহাবাদ হাইকোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

লিভ টুগেদার বা একত্রবাস করতে পারে না নাবালক-নাবালিকারা। ১৮ বছরের কম বয়সিদের একত্রবাসের সিদ্ধান্ত শুধু অনৈতিক নয়, তা বেআইনিও বটে। একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই পর্যবেক্ষণ দিয়েছেন ইলাহাবাদ হাইকোর্ট।

একত্রবাসে থাকার অনুমতি চেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ১৭ বছর বয়সি আলি আব্বাস এবং তার ১৯ বছর বয়সি 'লিভ ইন' পার্টনার সালোনি যাদব। সেই মামলার শুনানি চলছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি রাজেন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি চলাকালীন আলি এবং সালোনির সেই আবেদন খারিজ করে দেন ডিভিশন বেঞ্চ।

বিচারপতি বিড়লা এবং বিচারপতি কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, একত্রবাসে থাকার বেশ কয়েকটি শর্ত রয়েছে। একত্রবাসে থাকার ক্ষেত্রে দু'জনকেই প্রাপ্ত বয়স্ক হতে হবে। তাদের যদি বিয়ের বয়স না-ও হয়, তা হলেও অন্তত ১৮ বছর হতে হবে। একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের লিভ-ইন সম্পর্কে থাকা কেবল অনৈতিক নয়, তা বেআইনিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে