শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলকাতার বেকার হোস্টেল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

আইন ও বিচার ডেস্ক
  ১২ মার্চ ২০২৪, ০০:০০

ভারতের কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ৮ মার্চ কলকাতায় বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ ২৪ নম্বর কক্ষে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত ইসলামিয়া কলেজের (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) শিক্ষার্থী ছিলেন। সে সময় তিনি বেকার হোস্টেলের তৃতীয় তলায় উত্তর-পশ্চিম কর্নারের ২৪ নম্বর কক্ষে থাকতেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৯৯৮ সালে এ হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ।

কলকাতা ও বোম্বে হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জির আমন্ত্রণে বাংলা ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত তৃতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে যোগ দিতে কলকাতা সফর করেন প্রধান বিচারপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে