মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিয়ম বহির্ভূত স্থাপনার কাজ বন্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে প্রধান বিচারপতির চিঠি

আইন ও বিচার ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
নিয়ম বহির্ভূত স্থাপনার কাজ বন্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে প্রধান বিচারপতির চিঠি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অভ্যন্তরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স বার বিল্ডিংয়ের পেছনে নিয়ম বহির্ভূত স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে ৩ এপ্রিল এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ নির্বাচিত কমিটি তাড়াহুড়া করে নিয়ম বহির্ভূতভাবে অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ১০ ফুট ও ৩০ ফুট জায়গায় ছয়তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরির নির্মাণকাজ শুরু করে। পরে বারের আইনজীবীরা সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে আপত্তি জানালে তারা কাজ না করার প্রতিশ্রম্নতি দিয়ে পুনরায় কাজ করার অনুমতি প্রদান করেন।'

চিঠিতে আরও বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ছয়তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি হলে ১৫০টি রুমের জানালাগুলো বন্ধ হয়ে আলো-বাতাস প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যার পরিপ্রেক্ষিতে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মকভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন। এমতাবস্থায়, এহেন নির্মাণ কার্য বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে