শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রঙিন সানগস্নাস

অলোক আচার্য
  ১৩ মে ২০২২, ০০:০০

চোখে রঙিন সানগস্নাস পরেছি

রোদটা অন্তত ঢেকে গ্যাছে

সকালটা দেখি সন্ধ্যার মতো

দুপুরটা বিকেল- বিমর্ষ নেশাধরা।

তোমাকে দেখি দারুণ রঙিন

যেন তুমি নও

তোমার লিকলিকে শরীর দেখি

ডিমলাইটের আলোয় যেমন!

রঙিন সানগস্নাস পরে

নিজেকে বেশ উঁচুতলার মানুষ মনে হয়

ট্রেনের ফার্স্টক্লাসে উঠে সব মানুষকেই যে

থার্ডক্লাস মনে করে-

অনেকটা সে রকম। আমার দৃষ্টিশক্তিই

ক্ষীণ হয়ে গ্যাছে এই রঙিন সানগস্নাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে