শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউল

সমীর আহমেদ
  ২৩ জুন ২০২৩, ০০:০০

বাউল বাউল বলে এত তুমি খোঁজো কোথায় কারে? বেশভূষায়,

চাকচিক্যে বিভ্রান্ত হবে। বাউলরে চিনা নিও স্বরে ও সুরে।

সহজ কথায় যে তোমারে আউলায়া দিছে।

মনরে বানায়া পাখি উড়াইছে আসমানে। যতই চক্কর দিছ

মনে উঠছে শূন্যতা ও শান্তি জাগিয়া। আরেক আকাশ

চক্কর দেওয়ার লাগি হইছ মরিয়া। ত্যাগের ভেতরে এত প্রণয়,

মধু ও মহিমা বুঝনি আগে। সবকিছু

ছেড়ে দিলে কেন মনে এত শান্তি শান্তি লাগে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে