সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘশ্বাস ভাঙা নিশ্বাস

ফারজানা ইয়াসমিন
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

এই আমার তোমার দিকে নির্লিপ্ত নয়নে তাকিয়ে থাকা,

বোবা দৃষ্টিতে আটকে থাকা মনের অজস্র কথা।

এই আমার হৃদয়ে রক্তক্ষরণে দানা বেঁধে থাকা

অগণিত ক্ষতের দাগ আর যন্ত্রণা।

কোনোদিন কোনো কিছু তোমাকে স্পর্শ করেনি,

তোমার হৃদয় বোঝেনি আমার অব্যক্ত কষ্টের চাহুনি।

আমার দুচোখ শ্রাবণের মেঘের আড়ালে বৃষ্টি ঝরায়,

চিবুক ছুঁয়ে নেমেছে কত লোনাজল।

তুমি রাখনি খবর আমার পাথর হৃদয়ে ঝর্ণার ধ্বনি

কতটা আঘাত নিয়ে গেছে ছুটে সাগরের বুকে হারাতে।

দীর্ঘশ্বাস ভাঙা নিশ্বাস বাঁচে বুকের পাঁজরে,

তীব্র ব্যথা রক্ত কণিকায় মিশে শিরা-উপশিরায় বেয়ে চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে