সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অপেক্ষাকৃত রাত

মুহিতুল ইসলাম মুন্না
  ২৮ জুলাই ২০২৩, ০০:০০

আঁখি মেলে চেয়ে থাকি আকাশ পানে

চাঁদের পাশে মেঘগুলো যে উজ্জ্বল দেখায়

সাঁঝতারাটি আপন মনে আলো ছড়ায়

তোমার রূপের মোহ পড়ি যেমন করে।

পাখির মতো নক্ষত্রেরা চাঁদকে ঘিরে

কত স্মৃতি আঁকতে থাকে মনের কোণে

নিষুতি রাতে চোখটি বুঁজে ভাবছি আমি

তোমার নামের স্মৃতিরা যে কড়া নাড়ে।

তোমার শহর নীরবতায় ভীষণ গাঢ়

একলা জেগে আছি আমি গগনতলে

চন্দ্র হাসে মেঘের সাথে প্রেমের টানে

তোমার কথা মনে হলে হৃদয় জ্বলে।

ঘুম আসে না চোখের কোণে ঝরছে বিষাদ

রাতের পরে রাত কেটে যায় ঘুমহীন চোখে

অপেক্ষাতে থাকতে বসে একটি রাতের

রজনী ফুরায়ে দিবস আসে তোমায় ভেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে