সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আমি কেন

দিলীপ কির্ত্তুনিয়া
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আমি কেন আকাশ দেখি

আমি কেন কবিতা লিখি

ফুল দেখলে চোখ আটকে যায়

আমি কেন তরল জোছনায় ভিজি।

আমি কেন সুরে সুরে গান গাই

আমি কেন মুগ্ধ হয়ে শুনি গান

আমার কেন নিমগ্ন শ্রোতারূপ।

নদীর ঢেউয়ের সামনে

আমি সময় নিয়ে দাঁড়াই

ব্যস্ততাকে নির্মূল করে বলি -- চুপ করে থাকো

আমি পুকুরে ভাসা হাঁসগুলি দেখবো।

শিশুর মুখের স্বর্গ

সোনালি মুখের হাসি

সুখের বার্তা দিচ্ছে এইসব

না দেখে পারবো!

প্রকৃতির পাহাড়ে শিল্প সুষমা

রাত জেগে বসে আছে সোনা মানিক তারা

চোখ হয়ে যায় নিমেষ হারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে