মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বসন্ত রোদের মায়া

আবু হেনা মোস্তফা কামাল
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
বসন্ত রোদের মায়া

এভাবেই এমন করে আড়াল হতে হতে একদিন

মিলিয়ে যাব কলাপাতা দোলানো হাওয়ায়।

কুয়াশার ভেতরে জমানো শিশিরের ফোঁটা

যেমন করে হারিয়ে যায় বসন্তে রোদের মায়ায়।

ধুলোর পথ ধরে হাঁটতে হাঁটতে টগর গাছটার পাশে

এসে যদি কোনো দিন মনে পড়ে পাশে আমিও ছিলাম ;

দাঁড়িয়ে থাকা কাঠগোলাপের মতো নিঃসঙ্গতা ভেঙে

এগিয়ে যেও কচুরিপানায় ভেসে যাবে বিশ্বাসের ফুল।

ঘুনে ধরা ভরসায় পাল ছেঁড়া যে নাও ভাসিয়েছিলাম

বেলতলীর ঘাটে নোঙর নামিয়ে নিরুদ্দেশ মাঝি

হালের জঙ্গলে নিড়ানি দিতে বাধ্য হলাম আজ।

নির্জনা পথ নির্জলা ঘাট নির্মলা পথের পাশে কাঁচা

সবুজের গল্প সাজিয়ে শকুনির স্বপ্নে মাংস ছিঁড়ে ছিঁড়ে

\হপৈশাচিক স্বাদ মেটানোর মোহ সংসার পেতেছো,

গোলাপ হয়ে বিছিয়ে রেখেছো অযুত কাঁটার ছল।

নির্জন বনে টগরের পাশে বুনেছি বাসা, কাঠগোলাপে সুরে

বেঁধেছি কচুরিপানার গান, প্রাণ সজনি কে আছে আর

দিবে বারবার পেরেশান গোলাপের কাঁটাসহ ডাল?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে