শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীপুরে পিএসটিসি-র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ২০:১৬
শ্রীপুরে পিএসটিসি-র এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে পপুলেশন সার্ভিস এ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) আয়োজনে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা ক্ষনিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অর্থায়ন করে সোশাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

সভার শুরুতেই এনজিওর কার্যক্রম উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন পিএসটিসি-র জেলা টিম লিডার মো: শফিকুর রহমান।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম মোর্শেদ, পিএসটিসি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার তানিম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষন দাস,উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ,শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল খান, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,গাজীপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাদবর,প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, বরমী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,গোসিংগা ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক আ: ছালাম, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির হোসেন,আনন্দ টিভির সাংবাদিক মোতাহার হোসেন, দৈনিক আমার সময়ের সাংবাদিক শেখ ওমর ফারুক,সংবাদকর্মী রমজান আলী রুবেল,আবু সাইদসহ পিএসটিসির শ্রীপুর উপজেলার সুপার ভাইজার মুনজুর আলমসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পিএসটিসি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার তানিম সাঈদ যায়যায়দিনকে বলেন, পিএসটিসি-র কমিউনিটি মোবিইলাইজেশন কার্যক্রমের মাধ্যমে উপজেলায় পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বার্তা দিয়ে সমাজে পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা তৈরি করা। কিশোর- কিশোরী ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে আমরা কাজ করছি। গোল্ডস্টার মেম্বারদের প্রশিক্ষণের মাধ্যমে উপজেলায় এসব সেবা চলছে"।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে