শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আইসল্যান্ড থেকে সেন্ট হেলেনা

জসীম উদ্দীন মুহম্মদ
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
আইসল্যান্ড থেকে সেন্ট হেলেনা

কবিতা লিখি বলতেই একজন মুচকি হাসি দিলেন

তবে আমার খুব একটা খারাপ লাগেনি

কেননা এই হাসিটা আমি একচলিস্নশ বছর ধরে চিনি!

যেভাবে কোনো মরা দেখলেই শকুন হাসে

যেভাবে ধনিকশ্রেণি দরিদ্র দেখলে হাসে সেই হাসি

অথচ তিনি হয়তো জানেন না এইসব বিগাইড়া হাসি

মান্দারের কাঁটার মতোন আমিও খুউব ভালোবাসি!

ইদানীং আমি কারো কারো মুখের মানচিত্রের দিকে

অবাক চেয়ে থাকি... পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠ করি

যেখানে অন্ধকার দেখি সেখানে আলোও দেখি

তবুও পোড়ায়... আইসল্যান্ড থেকে সেন্ট হেলেনা দ্বীপ

জ্বলতে জ্বলতে একদিন যে নিঃশেষ হয়ে যেতে হবে

সে কথা কি জানে না বাসর ঘরের জ্বলন্ত প্রদীপ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে