সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি আরও নিরাপদে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  ২২ জুলাই ২০২৩, ০০:০০

মেটা পস্ন্যাটফর্মস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ শুক্রবার হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন। যা ব্যবহারকারীদের একই অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর মধ্যে নিরাপদ উপায়ে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার সুযোগ দেয়।

জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এসংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, 'আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন একটি মুঠোফোনে স্থানান্তর করতে চান, তাহলে চ্যাট না হারিয়েই আরও গোপনীয়তার সঙ্গে আপনি তা করতে পারবেন।'

হোয়াটসঅ্যাপ টিমের বিবৃতি অনুযায়ী, এই প্রথম একজন ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই সম্পূর্ণ চ্যাট ও মিডিয়া হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ দাবি করছে যে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ বা ক্লাউড সেবা ব্যবহারের চেয়ে এটি হবে আরও নিরাপদ। কারণ, দুটি ডিভাইসের মধ্যে হিস্ট্রি স্থানান্তরের সময় একটি কিউআর কোড অথেনটিকেটর (এক ধাপ বাড়তি নিরাপত্তা) হিসেবে কাজ করে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। ফলে ডেটা শুধু উক্ত দুই ডিভাইসের মধ্যে স্থানান্তরিত হবে।

এর ফলে ব্যবহারকারীরা পূর্বে যেভাবে 'ব্যাকআপ' ও 'রিস্টোর'-এর মাধ্যমে কাজটি করতেন, এখন তার চেয়ে দ্রম্নত করতে পারবেন। এর মাধ্যমে বড় আকারের ফাইল ও অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে। এর জন্য মুঠোফোনে ওয়াইফাই ও লোকেশন অপশন চালু রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনের অধীনে এই সুবিধা রয়েছে। একটু নিচের দিকে এলেই 'ট্রান্সফার চ্যাটস' অপশনটি পাওয়া যাবে। যে ডিভাইসে স্থানান্তর করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়ে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর সেখানে দেখানো কিউআর কোডটি আগের ডিভাইসের সাহায্যে স্ক্যান করলেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।

মেটার নতুন অ্যাপ থ্রেড

মাইক্রোব গিং পস্ন্যাটফর্ম টুইটারের আদলে নতুন অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। থ্রেড নামের অ্যাপটি পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোরে। অ্যাপটি লঞ্চ করার প্রথম সাত ঘণ্টার মধ্যেই এক কোটি মানুষ এটিতে অ্যাকাউন্ট করেছে। খবর এএফপির

জানা গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে থ্রেডে। টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপস্নাই দেওয়া ও শেয়ারের সুযোগ রয়েছে।

বুধবার অ্যাপটি চালু হওয়ার কয়েক ঘণ্টা পর মেটার সিইও মার্ক জাকারবার্গ তার অফিসিয়াল থ্রেড অ্যাকাউন্টে বলেন, 'অ্যাপটি লঞ্চ হওয়ার প্রথম সাত ঘণ্টায় দশ মিলিয়ন (১ কোটি) ব্যবহারকারী থ্রেডসে সাইন আপ করেছেন।'

\হফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় 'থ্রেড' অ্যাপের লঞ্চের কথা জানান। তিনি বলেন, 'ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে থ্রেড অ্যাপে সাইনআপ

করতে পারবেন।'

মূত্র ও ঘাম থেকে পানীয় জল তৈরি

করলেন নাসার বিজ্ঞানীরা

মহাকাশে মূত্র এবং ঘাম থেকে পানীয় জল তৈরি করলেন নাসার বিজ্ঞানীরা। এর মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করলেন নাসার বিজ্ঞানীরা।

মানুষের শরীর থেকে নিঃসৃত তরল বর্জ্য থেকে ৯৮ শতাংশ শুদ্ধ পানীয় জল তারা বের করতে পেরেছেন। এই সাফল্যকে নতুন এক মাইলফলক হিসাবে দেখছে নাসা।

মহাকাশে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ যে মহাকাশচারীরা আছেন, দীর্ঘ দিন ধরেই তারা জলের সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। এই নিয়ে চলছিল নানা পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা।

অবশেষে পানীয় জল তৈরিতে সাফল্য মিলেছে। ঘাম এবং মূত্র থেকে পান করার যোগ্য জল বার করতে পেরেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে