রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এক দিনে ছয় চ্যানেলে 'স্বর্ণমানব-৫'

তারার মেলা রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
মোশাররফ করিম

আগামী ২৬ জানুয়ারি জাতীয় কাস্টমস দিবসে দেশের ছয়টি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে ডক্টর মইনুল খান রচিত ও এস এ হক পরিচালিত বিশেষ টেলিফিল্ম 'স্বর্ণমানব-৫' 'মাই সেকেন্ড হোম'। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান, মোশাররফ করিম, রুনা খানসহ আরও অনেকে। এর আগেও 'স্বর্ণমানব-৫' সিরিজের নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। যে কারণে দর্শকের কথা ভেবেই আবারও 'স্বর্ণমানব-৫' নির্মিত হয়েছে, যার নাম রাখা হয়েছে 'মাই সেকেন্ড হোম'। বিশেষ এই টেলিফিল্মের এবারের মূল বিষয় হলো, অসততাকে পুঁজি করে সামাজিকভাবে কেউ শীর্ষে গেলেও শেষ পর্যন্ত অসৎ কিছুর ফলাফল যে ভালো হয় না, তাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। টেলিফিল্মটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, 'শুটিং করা পর্যন্ত কাজটি খুব ভালো লেগেছে। আমার কাছে ভালো লেগেছে। বাকিটা নির্ভর করছে সম্পাদনা এবং আনুষঙ্গিক অন্যান্য কাজের ওপর। আশা করছি, প্রচারের পর দর্শকের ভালো লাগবে।

অভিনেত্রী রুনা খান বলেন, 'আমি ব্যক্তি জীবনে এবং কর্ম জীবনে সবসময়ই পজিটিভিটিতে বিশ্বাসী। জীবনে চলার পথে কেউ যদি তার কর্মে, ব্যক্তিত্বে অসৎ হয়, অসুন্দর হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এটা উপলব্ধি করেই কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে, কর্ম জীবনে সব সময়ই সৎ থেকেছি, আজীবনই তাই করার চেষ্টা থাকবে আমার। টেলিফিল্মটি নির্মাণের ক্ষেত্রে মইনুল ভাই ভীষণ যত্নের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন; যেন কাজটা ঠিকঠাকভাবে হয়। মইনুল ভাইয়ের কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। আর এস এ হক অলিকের পরিচালনায় এবারই প্রথম কাজ করা। প্রথম কাজ খুবই ভালো লেগেছে আমার। এই টেলিফিল্মে আমি সহশিল্পী হিসেবে পেয়েছি সেলিম ভাই, মোশাররফ ভাইকে। দু'জনই আমার ভীষণ পছন্দের সহকর্মী। তাদের সঙ্গে কাজ করা সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।

'স্বর্ণমানব-৫' 'মাই সেকেন্ড হোম' টেলিফিল্মটি প্রচারতি হবে এনটিভি, চ্যানেল আই, আরটিভি, বৈশাখী,

দীপ্ত ও বাংলা ভিশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে