সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নিলয় :টিভি নাটকের নতুন ক্রেজ

সময়ের আলোচিত ও ব্যস্ত টিভি অভিনেতা এখন নিলয় আলমগীর। 'সুপার হিরো সুপার হিরোইন' প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শোবিজে আগমন। চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু হলেও এখন টিভি নাটকেই থিতু হয়েছেন। চলচ্চিত্রে টিকে থাকার প্রতিযোগিতার দৌড়ে নিজেকে অস্থির না রেখে নাটকে অভিনয়ে সৌরভ ছড়াচ্ছেন প্রতিনিয়ত। ছোটপর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। একক ও ধারাবাহিকে সিরিয়াস কিংবা কমেডি সব ধরনের নাটকেই দেখা মেলে তার। সুদর্শন এই অভিনেতাকে নিয়ে লিখেছেন
মাসুদুর রহমান
  ১৫ জুন ২০২৩, ০০:০০
নিলয় আলমগীর

চলচ্চিত্র থেকে টিভি নাটকে এসে অনেকেই সুবিধা করতে পারেন না। নিজেকে টিকিয়ে রাখতে অনেক বেগ পেতে হয়। কিন্তু ব্যতিক্রম নিলয় আলমগীর। টিভি নাটকের এখন ব্যস্ত অভিনেতাদের একজন তিনি। বিভন্ন গল্পের নানা চরিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অবলিলায়। সময়ের আলোচিত ছোটপর্দার প্রায় সব নায়িকাদের বিপরীতে দেখা মেলে তার। শখ, সারিকা, তিশা, শশী, তানিয়া বৃষ্টি, সাবিলা নূর, জেনী, বাঁধন, হিমি, তাসনুভা তিশা, কাজল সুবর্ণসহ অনেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয়। এমনকি নাটকে আগত নতুন নায়িকাদের সঙ্গেও পরিচালকরা নিয়লকেই বেছে নেন। সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকের মতো নতুনদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। কণ্ঠশিল্পী পড়শীর নায়ক হয়েও নাটকে অভিনয় করেছেন নিলয়। তবে অভিনেত্রী হিমির সঙ্গেই যেন তার বুঝাপড়াটা একটু ভালো বলে মনে করেনে অনেকে। সাম্প্রতিক সময়ের টিভি নাটকে এই জুটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই জুটির নাটক মানেই অন্যরকম বিনোদন। নিলয়-হিমির রসায়ন বরাবরই লুফে নেন দর্শকরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই জুটির একাধিক নাটক। এর মধ্যে হাসিব হোসেন রাখির রচনা ও পরিচালনার নাটক 'মিস্টার নার্স' প্রকাশ করেছেন জি সিরিজ। বর্ণনাথের পরিচালনায় 'টোনাটুনি ম্যারেজ মিডিয়া', মাহিন আওলাদের 'পরাণ পাখি'। এ নিয়ে নিলয় বলেন, 'হিমির সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। দর্শকরা চান বলেই হয়তো পরিচালকরাও আমাদের নিয়ে একটু বেশি কাজ করেন। শুধু হিমি নয়, আমি অনেক নায়িকার সঙ্গেই কাজ করেছি। সেগুলোও দর্শক গ্রহণ করেছেন। তবে এই সময়ে 'মিস্টার নার্স', 'টোনাটুনি ম্যারেজ মিডিয়া' বেশ সাড়া জাগিয়েছে।'

প্রযুক্তির কারণে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। ইউটিউব নির্ভর হয়ে গেছে টিভি নাটক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন চলছে ভিউয়ের দৌড়াত্ম্য। গল্প ভালো-মন্দ যাই হোক ভিউ বেশি হলেই চলে সেই নাটক নিয়ে মাতামাতি। নাটকের মানদন্ড যেন নির্ণয় হয় ভিউয়ের ওপর। এ প্রসঙ্গে নিলয় বলেন, 'আমি আগেও ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, এখনো করছি। তবে দেখা গেছে অনেক ভালো নাটকে ততটা ভিউ হয় না। আবার কোনো কোনো দর্শক ভিউজ হওয়াটাকে ভালো দৃষ্টিতে দেখছেন না। তাদের ভাষ্যমতে বুঝতে পারলাম কম ভিউজ মানে ভালো নাটক, বেশি ভিউজ মানে খারাপ নাটক। এটা সব সময় ঠিক নয়।' তারকাদের অনেকেরই আছে নিজস্ব ইউটিউব চ্যানেল। কারো কারো ইউটিউব চ্যানেল অনেক ভালো করছে। অভিনেতা নিলয়ের নাম 'নাফ'। মানে নিলয় আলমগীর ফিল্মস এন্টারটেইনম্যান্ট। অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও সময় দেন তিনি। তার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার। নিলয় বলেন, 'এক মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল। আমার নিজের একটি পস্ন্যাটফর্ম আছে, এটা ভাবলে ভালো লাগে। এর মাধ্যমে আমার মনের মতো কাজ করা যায়। আমার ছোট ভাই-ব্রাদার ও জুনিয়র যারা আছে তাদের নিয়ে কাজ করতে পারি, এটা ভালো লাগে। যারা মেধাবী কিন্তু সুযোগের অভাবে আছে, এমন নবীনদের নিয়েও কাজ করতে চাই।'

বিজ্ঞাপনসহ ক্যারিয়ারে অনেক নাটকে কাজ করেছেন নিলয়। অভিনয় করেছেন বৈচিত্র্যময় চরিত্রে। তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন আবার হয়তো কখনো কখনো নিরাশ হয়েছেন। নিজের অভিনয় নিয়ে এই অভিনেতার মন্তব্য, 'নিজের অভিনীত নাটকগুলো দেখার সুযোগ খুব বেশি হয় না। তারপরও যখন দেখি তাতে, ভালো লাগে আবার ত্রম্নটিও ধরা পড়ে। মনে হয়, আরেকটু ভালো করা যেত। সত্যি বলতে দর্শকের মূল্যায়নটাই বড় কথা। তাদের কাছে অভিনয় ভালো লাগলে শিল্পীর সম্মান বাড়ে, ভালো না লাগলে সম্মান কমে।'

২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল নিলয়ের। 'বেইলী রোড', 'রূপ গাওয়াল', 'ভালোবাসবই তো' সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ 'অল্প অল্প প্রেমের গল্প' সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর আর নতুন চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। দীর্ঘ সময় চলচ্চিত্রে না দেখা নিয়ে অনেকে সত্যতা লুকিয়ে রাখলেও নিলয় কোনো কিছু গোপন করেননি। সোজাসাফটা বলে দিলেন, 'এ পর্যন্ত চারটি চলচ্চিত্র কাজ করেছি। সবগুলো মুক্তি পেলেও তেমন কোনো আশা দেখতে পাইনি। আশানুরূপ কোনো ফল না পাওয়ায় আসলে চলচ্চিত্র থেকে নাটকে স্থানান্তর হয়ে গিয়েছি। এখন নাটক নিয়েই ব্যস্ত আছি।'

এ সময়ে বিনোদনের অন্যতম একটি মাধ্যমে পরিণত হয়েছে ওটিটি। সিনিয়ের অভিনয়শিল্পী থেকে শুরু করে তরুণ প্রজন্মের অনেকেই এখন কাজ করছেন এই মাধ্যমে। তবে পিছিয়ে রয়েছেন অভিনেতা নিয়লয় আলমগীর।

ওটিটিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, 'টিভি নাটকে প্রচুর কাজ করলেও এখনো ওটিটি পস্ন্যাটফরমে অভিনয় করা হয়নি। সত্যি বলতে আমি ওটিটিতে কাজ করার মতো এখনো তেমন কোনো ভালো প্রস্তাব পাইনি। মনের মতো কোনো গল্প, চরিত্র বা টিম পেলে অবশ্যই কাজ করব। ওটিটি এখন অনেক বিস্তৃত একটি মাধ্যম। অনেক ভালো কাজ হচ্ছে আমাদের এখানে। হয়তো আমার কাজ করা হবে। তবে সেটা কবে জানি না। ওটিটির মতো সিনেমায় কাজ করারও কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। তাই এখানেও কাজ করা হচ্ছে না। আপাতত নাটকের অভিনয়টা উপভোগ করছি।'

গুরুত্বপূর্ণ একটি পেশা অভিনয়। চ্যালেঞ্জিংও বটে। বুক ভরা স্বপ্ন ও পরিকল্পনা থাকলেও শেষ অবধি অনেকে এই মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে পারেন না। অভিনয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিলয় বলেন, 'পেশা হিসেবে অভিনয়কে বেঁছে নিয়েছি। দিনরাত লাইট-ক্যামেরা-অ্যাকশানে ব্যস্ত থাকতে হয়। এটাই আমার জীবন। যতদিন দর্শক অভিনয়ে দেখতে আগ্রহ প্রকাশ করবেন ততদিনই অভিনয় করে যাব। দর্শক না চাইলে নিভৃতে অভিনয় থেকে সরে যাব। দর্শকের বিরক্তের হতে চাই না।'

ক্যারিয়ার ও উপলব্ধি নিয়ে নিলয় বলেন, 'অভিনয় আমার ভালোলাগার জায়গা। আমি পরিতৃপ্তি অনুভব করি অভিনয় করে। একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টিটা আসলে চলমান। তবে অনেক ছোট ছোট অর্জন আমার হয়েছে বলে মনে করি। যেমন যখন কোনো একটা কাজ নিয়ে দর্শকের খুব ভালো রেসপন্স দেখি তখন আনন্দ হয়। মানুষের যে ভালোবাসাগুলো পাই, তা আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়। অনেক বড় অর্জন মনে হয়। '

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে