সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাফল্যের রাজপুত্র

সব ঝড়ঝাপটা মাড়িয়ে, সমালোচনা-বিতর্ককে দূরে ঠেলে কাজের মাধ্যমে আবারও নিজেকে 'নাম্বার ওয়ান' নায়ক হিসেবে প্রমাণ করলেন চিত্রতারকা শাকিব খান। এবারের ঈদে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা 'প্রিয়তমা' দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এখনো ফুড়িয়ে যায়নি তার জৌলুস। রুপালি পর্দায় একক আধিপত্য তারই। প্রায় দেড় দশক ধরে একক রাজত্ব করছেন এই তারকা। তার কাঁধে ভর করেই চলছে বাংলাদেশি চলচ্চিত্র। তুমুল আলোচিত এই নায়ককে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ০৬ জুলাই ২০২৩, ০০:০০
শাকিব খান

লাইট-ক্যামেরায় দুই দশক পার হলেও ভাটা পড়েনি শাকিবের ক্যারিয়ারে। বরং সময়ের সঙ্গে পালস্না দিয়ে বেড়েছে তার জৌলুস। সব বয়সের দর্শকের কাছেই রয়েছে তার চাহিদা। সিনেপর্দায় শাকিব খানের সিনেমা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। হল ভর্তি দর্শক, কখনো কখনো বন্ধ সিনেমা চালু হয় এই নায়কের কারণেই। চলচ্চিত্রের মন্দাবস্থাতেও প্রযোজক-পরিচালকরা শাকিবকে নিয়ে সাহস করেন ব্যবসা সফল সিনেমা নির্মাণের। তার প্রমাণও মিলেছে বহুবার। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। এর মধ্যে সবচেয়ে ভালো চলছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত 'প্রিয়তমা'। ১০৭ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ঈদের দিন থেকে শুরু করে রাজত্ব চলছে 'প্রিয়তমা'র। মাল্টিপেস্নক্সগুলোর পাশাপাশি সিঙ্গেল স্কিনে সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশব্যাপী দর্শক টেনেছে সিনেমাটি। টিকিট না পেয়ে অনেকে হয়েছেন হতাশ। দেশব্যাপী 'প্রিয়তমা'র যে জয়জয়কার চলছে, তা বিভিন্ন হলের চিত্রে স্পষ্ট। মধুমিতা সিনেমা হলে ঈদের পরদিন থেকে কালোবাজারি করে 'প্রিয়তমা'র টিকিট বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০০ টাকার টিকিট ৪০০ টাকায় কিনেছেন, এমন দর্শকও পাওয়া গেছে। আবার অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বন্ধ করে দেওয়ার। বস্ন্যাকারদের কাছ থেকে সেই টিকিট দ্বিগুণ দামে বিক্রি হওয়ার। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে হট্টগোলের চিত্রও দেখা গেছে। এই চিত্রটা শুধু মধুমিতার নয়। শাকিব খানের ছবিটি মুক্তি পাওয়া প্রায় হলেরই। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, 'মনের মাঝে তুমি' ছবিতে দর্শকদের এই ঢল দেখা গিয়েছিল। 'হাওয়া', 'পরাণ' যেমন চলেছিল তার চেয়েও ভালো চলছে 'প্রিয়তমা'। ১১০০ পস্নাস আসন প্রতিদিন হাউসফুল হচ্ছে। প্রত্যাশার চেয়েও কয়েকগুণ সাড়া পাওয়া যাচ্ছে এবার।' শুধু সিঙ্গল স্ক্রিন নয়, মাল্টিপেস্নঙ্গুলোতেও প্রচুর দর্শক টানছে 'প্রিয়তমা'। এখানেও শনি ও রোববার হাউসফুল চলেছে সিনেমাটি। শো বাড়ানোরও দাবি করেছেন অনেকে। চাহিদা থাকার পরও স্টার সিনেপেস্নক্স কর্তৃপক্ষ শো বাড়াচ্ছে না। এর পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে শাকিব খান বলেন, 'খবরে দেখলাম, সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির দর্শক টিকিট পাচ্ছে না। আর সিনেপেস্নক্সেও দর্শকরা টিকিট না পেয়ে সিনেমা না দেখেই চলে যাচ্ছে। এমনটি হলে সিনেপেস্নক্স তো শো বাড়িয়ে দিলেই পারে। কেন বাড়াচ্ছে না, সেটা আমি জানি না। তবে সিন্ডিকেট বা যা-ই বলেন, ভালো ছবিকে কোনোভাবেই আটকে রাখা যায় না। 'প্রিয়তমা' একটি ভালো ছবি, ভালো গল্পের ছবি। পারিবারিক ছবি। সপরিবারে দেখার মতো ছবি।'

ছবির এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাকিব। তার কথায়, 'সাফল্য বরাবরই আনন্দ দেয়। ভালো লাগছে দর্শকদের আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পেরে। এক জীবনে সিনেমার বাইরে, সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে আর তো কিছুই করিনি। সেই সিনেমার আলোচনা যখন চারদিকে হয়; মানুষের মুখে মুখে সিনেমা নিয়ে প্রশংসা এর চেয়ে ভালো লাগার তো আর কিছুই হতে পারে না। দর্শকের এই ভালো লাগা এনজয় করছি।'

এদিকে মুক্তির সপ্তাহ না পেরোতেই এবার 'প্রিয়তমা' নিয়ে পাওয়া গেল নতুন খবর। শাকিব খান অভিনীত এই সিনেমাটি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে আমেরিকায়। আগামীকাল ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন 'প্রিয়তমা'র আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক। শাকিব খান বলেন, 'বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিবার-পরিজন সবাইকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে আপনারা 'প্রিয়তমা'কে যে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার হলে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা। এভাবে সবার মন জয় করে প্রিয়তমার ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে।'

'প্রিয়তমা'য় শাকিব খানের নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। সিনেমাটি নির্মাণের পরিকল্পনা হয়েছিল পাঁচ বছর আগে। তখন এর নায়িকা হওয়ার কথা ছিল শবনম বুবলীর। এরপর অনেক ঘটনার পর এই সিনেমার নায়িকা হয়ে আসেন ইধিকা পাল। শুটিং শুরু হয়েছিল রোজার ঈদের পর। অল্প সময়ের মধ্যে সিনেমাটি শেষ করে দর্শকের কাছে নিয়ে আসা অনেকটা চ্যালেঞ্জিং হলেও তার বাস্তবায়ন ঘটিয়েছেন পরিচালক। শাকিব খানও সিনেমাটিতে টানা সময় দিয়েছেন। মুক্তির আগে এই সিনেমায় তার নতুন লুক দর্শকের বাড়তি আগ্রহ তৈরি করে। ৮০ বছরের বৃদ্ধর চরিত্রে এই নায়কের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে।

বর্তমানে শাকিব খানের হাতে রয়েছে আরও একাধিক সিনেমা। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হবে 'মায়া'। এটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে পুজা চেরীকে। এর আগে 'গলুই' চলচ্চিত্রে দেখা গেছে তাদের। শুধু পুজার মতো জুনিয়র অভিনেত্রীই নন, দীর্ঘ ক্যারিয়ারে অনেকের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন শাকিব। তার প্রথম চলচ্চিত্র আফতাব খান টুলুর 'সবাইতো সুখী হতে চায়'তে অভিনয় করেছিলেন কারিশমা শেখের বিপরীতে। তবে চলচ্চিত্রটির কাজ শেষ হওয়ার আগেই মুক্তি পায় 'অনন্ত ভালোবাসা'। এটিই শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। এতে তার নায়িকা ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোটবোন ইরিন জামান।

শাকিবের এই সাফল্য হুট করে আসেনি। অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছেন তিনি। এ বিষয়ে শাকিবের মন্তব্য, 'আমি কাজপাগল ছেলে ছিলাম। যে চরিত্র এসেছে লুফে নিয়েছি। অনেক সিনেমাতে আমি ছিলাম দ্বিতীয় নায়ক। সেসব সিনেমাতেও কাজ করেছি। আমি জানতাম, পর্দায় মুখ দেখাতে পারলেই নজর কাড়তে পারব।'

অভিনয় অধ্যায়ে সমৃদ্ধ থাকলেও ব্যক্তিগত জীবনে এখনো অপরিপূর্ণ শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করলেও টেকেনি সেই দাম্পত্য জীবন। অবশ্য গোপন সংসারে জন্ম হয় আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তানের। একই ভাবে চিত্রনায়িকা শবনম বুবলীকেও বিয়ে করেন গোপনে। সেখানেও রয়েছে এক পুত্র সন্তান। সম্ভব হয়নি বুবলীর সঙ্গে ঘর-সংসারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে